মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন লক্ষ্মীপুর জেলা মহিলা অধিদপ্তর থেকে প্রদেয় বিভিন্ন সেবা ও কর্মসূচীর বিবরণ।
ক্রমিক নং | কার্যক্রম | সেবার ধরণ | সেবা গ্রহনকারী ব্যক্তি/ সংসহা | সেবার সহান | সেবা প্রাপ্তির সময়সীমা | সেবাদান কারী কৃর্তপক্ষ |
০১ | ০২ | ০৩ | ০৪ | ০৫ | ০৬ | ০৭ |
১। | বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম | জেলা মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে গার্মেন্টস, সেলাই/ত্রমব্রয়ডারী, বিউটিফিকেশন, মোমবাতি ও কাগজের ঠোংগা তৈরী প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্ম সংসহানের ব্যাবস্থা করা হয়। | লক্ষ্মীপুর সদর উপজেলাধীন দুঃসহ দরিদ্র নারী। | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লক্ষ্মীপুর। | আবেদনের পর ১৫-৩০ দিনের মধ্য | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, লক্ষ্মীপুর। |
২। | আর্থ সামাজিক উন্নয়ন সামাজিক সুরক্ষা কর্মসূচী | ভিজিডি কর্মসূচীর আওতায় দরিদ্রসীমার নিচে অবসহানকারী মহিলাদের খাদ্য নিরাপত্তাসহ দুঃসহ গ্রামীন প্রশিক্ষণ ও আয়বর্ধন কর্মসূচীতে মহিলাদের জড়িত করণ। এই কর্মসূচীর অধীনে ভিজিডি কার্ডধারী মহিলাকে (ক) দুই বছর ধরে খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয়। (খ) আয়বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণদেয়া হয়। (গ) ভিজিডি চক্র শেষে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের ঋন সুবিধাপ্রদান করা। | দরিদ্র পীড়িত ও দুঃসহ গ্রামীণ মহিলা। | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লক্ষ্মীপুর।
| ৬ মাস | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, লক্ষ্মীপুর। |
ক্রমিক নং | কার্যক্রম | সেবার ধরণ | সেবা গ্রহনকারী ব্যক্তি/ সংসহা | সেবার সহান | সেবা প্রাপ্তির সময়সীমা | সেবাদান কারী কৃর্তপক্ষ |
০১ | ০২ | ০৩ | ০৪ | ০৫ | ০৬ | ০৭ |
৩। | নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ | মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি সহানীয় ভাবে নারী ও শিশু নির্যাতন মূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহনের ব্যাবসহা করে থাকে। | নির্যাতিত নারী ও শিশুগন। | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লক্ষ্মীপুর। | আবেদন এবং অবহিত হওয়ার প্রেক্ষিতে তাৎক্ষনিক ভাবে পদক্ষেপ গ্রহন | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, লক্ষ্মীপুর।
|
৪। | স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন | উন্নয়ন কর্মসূচীতে আরো ব্যাপক মহিলা জনগোষ্ঠীর অংশ গ্রহনের লক্ষ্যে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের নিবন্ধন প্রদান করা হয়। | সক্রিয় স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহ। | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লক্ষ্মীপুর। | আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে নিবন্ধন। | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, লক্ষ্মীপুর। |
৫। | স্বেচ্ছাসেবী মহিলা প্রতিষ্ঠান সমূহের মধ্যে অনুদান বিতরণ। | মহিলাদের আত্ম কর্মসংসহান ও উন্নয়নের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধীকৃত সক্রিয় মহিলা সংগঠন সমূহকে আবেদনের ভিওিতে বছরে একবার ৫,০০০/- থেকে ২৫,০০০/- টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেয়া হয়। সমিতির আয়বর্ধক কার্যক্রমের ধরণ ও যোগ্যতা অনুসারে অনুদানের পরিমান নির্ধারিত হয়। প্রতি বছর জেলায় ২টি শ্রেষ্ঠ সমিতিকে ৪০,০০০/- টাকা বিশেষ অনুদান প্রদান করা হয়। | নিবন্ধনকৃত মহিলা সমিতি সমূহ। | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লক্ষ্মীপুর। | আবেদনের প্রেক্ষিতে ২ মাসের মধ্যে | মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা। |
ক্রমিক নং | কার্যক্রম | সেবার ধরণ | সেবা গ্রহনকারী ব্যক্তি/ সংসহা | সেবার সহান | সেবা প্রাপ্তির সময়সীমা | সেবাদান কারী কৃর্তপক্ষ |
০১ | ০২ | ০৩ | ০৪ | ০৫ | ০৬ | ০৭ |
৬। | দরিদ্র মা‘র জন্য মাতৃত্ব কাল ভাতা কার্যক্রম। | প্রতি মাসে ৩৫০/- টাকা হারে ২ বছর মেয়াদে প্রতি ইউনিয়নের ২১জন মহিলাকে মাতৃত্বকাল ভাতা প্রদান করা হয়। | পলস্নী এলাকার দরিদ্র গর্ভবতী মা। | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লক্ষ্মীপুর। | ২ মাস | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, লক্ষ্মীপুর। |
৭। | কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলম | লক্ষ্মীপুর পৌরসভাধীন ৮০০ জন দরিদ্র কর্মজীবী গর্ভবর্তী/দুগ্ধদায়ী মা (যাদের মাসিক আয় ৫০০০/- টাকার কম) কে অগ্রনী ব্যাংক, লক্ষ্মীপুর শাখার মাধ্যমে মাসিক ৩৫০/- হারে ২৪ মাস ভাতা দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুর জেলায় জুলাই/২০১১ থেকে এ কার্যক্রম শুরু হয়। | দরিদ্র কর্মজীবী গর্ভবর্তী/দুগ্ধদায়ী মা। | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লক্ষ্মীপুর। | আবেদনের পর ২ মাসের মধ্যে | শাহ মো: গিয়াস উদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লক্ষ্মীপুর। |
৮। | মহিলাদের আত্মকর্মসংসহানের জন্য ক্ষুদ্রঋন কার্যক্রম | গ্রামীণ দরিদ্র ও নিম্ন আয়ের মহিলাদের আত্মকর্মসংসহানের লক্ষ্যে সমিতি/ প্রশিক্ষন প্রাপ্ত মহিলাদের মধ্যে ৫,০০০/- থেকে ১৫,০০০/- টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। | পলস্নী অঞ্চলের দরিদ্র মহিলা | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লক্ষ্মীপুর। | আবেদনের তারিখ থেকে ১ মাস | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, লক্ষ্মীপুর। |
৯। | নারী ও শিশু নির্যাতন পাচার, যৌতুক সংক্রামত্ম অভিযোগ। | অভিযোগের নিষ্পত্তি | অভিযোগ কারী | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লক্ষ্মীপুর। | আবেদন/অভিযোগ প্রাপ্তির ৭ দিনের মাধ্যমে | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, লক্ষ্মীপুর। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS