Wellcome to National Portal
Main Comtent Skiped

Services List

 

ক্রমিক নং

কার্যক্রম

সেবার ধরণ

সেবা গ্রহনকারী ব্যক্তি/ সংসহা

সেবার সহান

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবাদান কারী কৃর্তপক্ষ

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

৩।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ

মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি সহানীয় ভাবে নারী ও শিশু নির্যাতন মূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহনের ব্যাবসহা করে থাকে।

নির্যাতিত নারী ও শিশুগন।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লক্ষ্মীপুর।

আবেদন এবং অবহিত হওয়ার প্রেক্ষিতে তাৎক্ষনিক ভাবে পদক্ষেপ গ্রহন

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, লক্ষ্মীপুর।

 

 

 

৪।

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন

উন্নয়ন কর্মসূচীতে আরো ব্যাপক মহিলা জনগোষ্ঠীর অংশ গ্রহনের লক্ষ্যে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের নিবন্ধন প্রদান করা হয়।

সক্রিয় স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহ।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লক্ষ্মীপুর।

আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে নিবন্ধন।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, লক্ষ্মীপুর।

৫।

স্বেচ্ছাসেবী মহিলা প্রতিষ্ঠান সমূহের মধ্যে অনুদান বিতরণ।

মহিলাদের আত্ম কর্মসংসহান ও উন্নয়নের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধীকৃত সক্রিয় মহিলা সংগঠন সমূহকে আবেদনের ভিওিতে বছরে একবার ৫,০০০/- থেকে ২৫,০০০/- টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেয়া হয়। সমিতির আয়বর্ধক কার্যক্রমের ধরণ ও যোগ্যতা অনুসারে অনুদানের পরিমান নির্ধারিত হয়। প্রতি বছর জেলায় ২টি শ্রেষ্ঠ সমিতিকে ৪০,০০০/- টাকা বিশেষ অনুদান প্রদান করা হয়।

নিবন্ধনকৃত মহিলা সমিতি সমূহ।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লক্ষ্মীপুর।

আবেদনের প্রেক্ষিতে ২ মাসের মধ্যে

মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা।

 

 

 

 

ক্রমিক নং

কার্যক্রম

সেবার ধরণ

সেবা গ্রহনকারী ব্যক্তি/ সংসহা

সেবার সহান

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবাদান কারী কৃর্তপক্ষ

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

৬।

দরিদ্র মা‘র জন্য মাতৃত্ব কাল ভাতা কার্যক্রম।

প্রতি মাসে ৩৫০/- টাকা হারে ২ বছর মেয়াদে প্রতি ইউনিয়নের ২১জন মহিলাকে মাতৃত্বকাল ভাতা প্রদান করা হয়।

পলস্নী এলাকার দরিদ্র গর্ভবতী মা।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লক্ষ্মীপুর।

২ মাস

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, লক্ষ্মীপুর।

৭।

কর্মজীবী ল্যাকটেটিং  মাদার সহায়তা তহবিলম

লক্ষ্মীপুর পৌরসভাধীন ৮০০ জন দরিদ্র কর্মজীবী গর্ভবর্তী/দুগ্ধদায়ী মা (যাদের মাসিক আয় ৫০০০/- টাকার কম) কে  অগ্রনী ব্যাংক, লক্ষ্মীপুর শাখার মাধ্যমে মাসিক ৩৫০/- হারে ২৪ মাস ভাতা দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুর জেলায়  জুলাই/২০১১ থেকে এ কার্যক্রম শুরু হয়।

দরিদ্র কর্মজীবী গর্ভবর্তী/দুগ্ধদায়ী মা।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লক্ষ্মীপুর।

আবেদনের পর ২ মাসের মধ্যে

শাহ মো: গিয়াস উদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লক্ষ্মীপুর।

৮।

মহিলাদের আত্মকর্মসংসহানের জন্য ক্ষুদ্রঋন কার্যক্রম

গ্রামীণ দরিদ্র ও নিম্ন আয়ের মহিলাদের আত্মকর্মসংসহানের লক্ষ্যে সমিতি/ প্রশিক্ষন প্রাপ্ত মহিলাদের মধ্যে ৫,০০০/- থেকে ১৫,০০০/- টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।

পলস্নী অঞ্চলের দরিদ্র মহিলা

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লক্ষ্মীপুর।

আবেদনের তারিখ থেকে ১ মাস

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, লক্ষ্মীপুর।

৯।

নারী ও শিশু নির্যাতন পাচার, যৌতুক সংক্রামত্ম অভিযোগ।

অভিযোগের নিষ্পত্তি

অভিযোগ কারী

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লক্ষ্মীপুর।

আবেদন/অভিযোগ প্রাপ্তির ৭ দিনের মাধ্যমে

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, লক্ষ্মীপুর।