Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত নারী উন্নয়ন সংশ্লিষ্ট কার্যক্রম  মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন লক্ষ্মীপুর জেলা  মহিলা বিষয়ক কর্মকর্তার নিয়ন্ত্রাধীনে ৪টি উপজেলা কার্যালয়ের মাধ্যমে মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে।  জেলা মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে গার্মেন্টস, সেলাই/ত্রমব্রয়ডারী, বিউটিফিকেশন, মোমবাতি ও  কাগজের ঠোংগা তৈরী প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যাবস্থা করা হয়। ভিজিডি কর্মসূচীর আওতায় দরিদ্রসীমার নিচে অবসহানকারী মহিলাদের খাদ্য নিরাপত্তাসহ দুঃসহ গ্রামীন প্রশিক্ষণ ও আয়বর্ধন কর্মসূচীতে মহিলাদের জড়িত করণ। এই কর্মসূচীর অধীনে ভিজিডি কার্ডধারী মহিলাকে (ক) দুই বছর ধরে খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয়।  (খ) আয়বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণদেয়া হয়।(গ) ভিজিডি চক্র শেষে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের ঋন সুবিধাপ্রদান করা।